কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৮ এপ্রিল) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন শহরের একরামপুর ট্রাফিক মোড় এলাকায় অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন পরিস্থিতির কারণে গরীব-দুঃখী, ভাসমান ও ছিন্নমূল মানুষ কষ্টে জীবন-যাপন করছে। তাই আমরা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমরা সারা মাসব্যাপি প্রতিদিনই ইফতার ও সেহরি বিতরণ করবো।’
এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।