কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ ও করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বত্রিশ সিটিল্যাব হাসপাতালের সামনে অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে।
সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় আমরা জেলা ছাত্রলীগ জনসাধারনকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।এবং সাধ্য মতো অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’