সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক সঙ্কটে কৃষকেরা।
তাই আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নিদের্শনায় নাগরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দেয়ার কর্মসূচি গ্রহণ করেছেন।
‘কৃষকের কোনো পাকা ধান শ্রমিক সঙ্কটের কারণে থাকবে না মাঠে ‘এই স্লোগানকে সামনে রেখে নাগরী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কৃষকের মাঠের পাকা ধান কেটে মাড়াই করে তুলে দিয়েছেন ঘরে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলার নাগরী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল সিকদারের নেতৃত্বে ওয়ার্ড ছাত্রলীগের সমন্বয়ে তেতুইবাড়ী গ্রামে ১৯ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগ।
ধান কাটা কর্মসূচিতে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.রিমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, রাহিম মিয়া, প্রচার সম্পাদক পৃথক বিশ্বাস, দপ্তর সম্পাদক সিমান্তসহ আরো অনেক নেতাকর্মী অংশ নেন।