গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কারল সুরিচালায় কৃষক জসীম মিয়ার ৪ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে কালিয়াকৈর পৌর ছাত্রলীগ।
শনিবার (১ মে) সকাল ৬টায় পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত হাসান হিমেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেয়।
এ সময় অমিত হাসান হিমেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আজ আমাদের এই কার্যক্রম।’
এ সময় আরোও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।