পিরোজপুরের কাউখালীতে শ্রমিক সংকটে থাকা কৃষক আবুল বশরের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে উপজেলার ডুমজুড়ি ও পারসাতুরিয়া গ্রামে আবুল কালাম সহ বিভিন্ন কৃষকের মাঠের পাঁকা ধান উপজেলা ছাত্রীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতুর নেতৃত্বে ২০/২৫জন ছাত্রলীগ নেতাকর্মী মাঠে গিয়ে ধান কেটে দেয়
এ সময় জিতু জানান জানান, ‘করোনায় চলমান লকডাউনে অনেক কৃষক শ্রমিক ও আর্থিক সংকটে ধান কাটতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এসব কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কাটতে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে উপজেলার ডুমজুড়ি ও পারসাতুরিয়া গ্রামে আবুল কালাম সহ বিভিন্ন কৃষকের মাঠের পাঁকা ধান কেটে দিয়েছি।’