লকডাউন কালীন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে কোভিড ও নন-কোভিড মুমূর্ষু রোগীদের ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদক এবং স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদকদের সমন্বয়ে গঠিত টিম বিনামূল্যে এ্যাম্বুলেন্স পরিষেবার তদারকি করবেন।
তারা জানান, করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশসহ সারাবিশ্ব বিপর্যস্ত। বিশ্বময় মহামারি করোনায় প্রতিনিয়ত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলছে। এমতাবস্থায়, লকডাউন কালীন করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগী ও নন-কোভিড রোগীরা জরুরী প্রয়োজনে যাতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে পারে সেজন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনায় সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসাধারণকে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে লকডাউন সময়ে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগী ও নন-কোভিড রোগীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে এ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। যেখানে করোনায় মুমূর্ষু রোগীরা জরুরী প্রয়োজনে হটলাইন নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে এই সেবা পাবেন।’
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ যেকোন সংকটে, দুর্যোগে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশের এই ক্রান্তিকালে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজে সচেতন থেকে মাঠ পর্যায়ে জনসাধারণের মাঝে সচেতনতার আলো ছড়িতে দিতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে লকডাউন কালীন কোভিড/নন-কোভিড রোগীদের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। যতদিন লকডাউন চলবে, ততদিন এই মহামারি করোনা সংকটে বিনামূল্যে এ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকবে।’
এ্যাম্বুলেন্স পরিষেবা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফেরদৌস শাহরিয়ার নিলয়, ফারুক আহম্মেদ, সালেকুর রহমান শাকিল ও মাজহারুল হক মাহফুজ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ ফয়সাল, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক ফুরকান চৌধুরী, ডাঃ শাহজালাল, রাজেষ বৈশ্য, জেরিন সিকদার, সাধন বিশ্বাস ও মোঃ রিজভান আহমেদ।
এ্যাম্বুলেন্স পরিষেবার হটলাইন নম্বরগুলো হচ্ছে :০১৭৩৪-৯৭৩৯৮৮, ০১৭৪৩-৭৩৪২৯০, ০১৭৩৬-০৬৩৭৮১, ০১৭২০-৬১০৫৬০, ০১৭১৯-৪৬২৩৭৮, ০১৯২১-১০১৯২১, ০১৭৫১-২৫৭৯৩৬, ০১৬৮০-০৭০৪৭২, ০১৭২৪-৮২৭৮৮৩, ০১৭১৯-০৬৫৫৫৮, ০১৯১৬-৪৬৯২০২, ০১৮২৯-৪৮৪২৭৫।