করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে টেলিমেডিসিন সেবা ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এই ধরনের ব্যতিক্রম উদ্যোগকে তত্বাবধান করছেন সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি ডাঃ মিজানুর রহমান সুমন।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের রিফাত রাব্বী বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি ডাঃ মিজানুর রহমান সুমন ভাইয়ের নির্দেশনায় টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবার মতো সেবা মূলক কার্যক্রম চালু করা হয়েছে। তাদের নির্দেশনায় অন্যান্য মেডিকেল কলেজও বিভিন্ন সামাজিক কর্মকান্ড চলমান রেখেছে। এমন দুঃসময়ে সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা ছাত্রলীগ এর প্রতিটি নেতাকর্মী জনসাধারণের পাশে আছে।’