পবিত্র মাহে রমজানের ১৯তম দিনে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালো সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার দিবাগত রাতে (১৯ রমজান) রাজধানীর কমলাপুর ও এর আশপাশের ভাসমান, ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তারা জানান, রোজার ম্যাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের নির্দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তারা এই সেহরিতে খাবার বিতরণ করছেন।
এ সময় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বলেন, ‘করোনার এই ভয়াবহ সময়ের শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কেউ ধান কাটছে, কেউ অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে, আবার কেউ মধ্যরাতে ছিন্নমূল অনাহারী মানুষদের সেহরির ব্যবস্থা করছে। বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট ভাইয়ের নির্দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা পুরো রমজান মাসজুড়েই ইফতার ও সেহরির ব্যবস্থা করছে অসহায় মানুষদের জন্য। এরই অংশ হিসেবে আমার আজকের এই প্রচেষ্টা এবং এই ধারা অব্যাহত থাকবে।’