প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ইয়াস এর কারণে কক্সবাজার জেলার উপকুলবর্তী এলাকায় জনসাধারণকে সচেতন করতে দিনভর মাইকিং করেছে ভারত শাখা ছাত্রলীগ।

ভারতের চন্ডিগড় ইউনিভার্সিটির কম্পিউটার প্রকোশল বিভাগের ছাত্র সৈকত দেবনাথের তত্ত্বাবধানে কক্সবাজার জেলায় ভারত শাখা ছাত্রলীগের আরেক কর্মী শফিউল বশর সাজিদ দিনভর জন সচেতনতামূলক মাইকিং করেন।

ভারত শাখার ছাত্র নেতা সৈকত দেবনাথ বলেন, ভারত শাখা ছাত্রলীগ বিদেশের মাটিতে নিজ দেশের ও পিতা মুজিবের নাম প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে। কিছুদিন আগেও ভারত শাখা ছাত্রলীগের নেতাদের উদ্যোগে মুর্শিবাদ জেলায় বিনামূল্যে মাষ্ক ও ইফতার বিতরণ করে। ভারতে বঙ্গবন্ধু নামে লাইব্রেরী সহ নানমুখী সামাজিক কাজে তারা যুক্ত রয়েছেন।