পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মিরসরাই বারইয়ার হাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এতিম ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বারইয়ার হাট ডিগ্রি কলেজের সভাপতি ইমাম হোসেন সাঈদ ও ছাত্রলীগের সদস্য বৃন্দ।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৫ টার দিকে বারইয়ারহাট পৌরসভা বাজারে এতিম ও পথচারী হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইফতার সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন বারাইয়ারহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সদস্য বৃন্দ।

তারা বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে সারা বাংলাদেশের লকডাউনের কারণে অসহায় মানুষ বিপাকে পড়েছে। তাই আজ আমি মাহে রমজান উপলক্ষে অল্প পরিসরে এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। সামনেও এতিম ও হতদরিদ্র মানুষের পাশে থাকব এই আমার আশা। আর সবাইকে বলব এই কোভিদ-১৯ মহামারিতে আমরা একে অপরের সহানুভূতি ও মানবতার দিক চিন্তা করে একে অন্যের পাশে থাকবো। এতে ক্ষুধামুক্ত হবে এতিম ও পথচারী মানুষ।