করোনা মহামারীতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে দেশজুড়ে দুস্থ-অসহায়, সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (২৩ এপ্রিল) তারই ধারাবাহিকতায় জলঢাকা পৌর ছাত্রলীগের এর উদ্যোগে ১০ই রমজানে জলঢাকার বালাগ্রামে অবস্থিত এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং হুজুদের নিয়ে ইফতার করলো জলঢাকা পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজনসহ ছাত্রনেতা আব্দুল মালেক, হারুন অর রশিদ জীবন, রিপন, অনিক, খালেক, রিফাত প্রমুখ।

জলঢাকা পৌর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন বলেন, ‘এই করোনাকালে গরীব অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহব্বান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষিত রমজানব্যাপী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় আমার এ সীমিত আয়োজন।’

এছাড়াও জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা জানান, ‘সংকটে, সংগ্রামে, আর্তমানবতায় অপ্রতিরোধ্য অগ্রসেনানী বাংলাদেশ ছাত্রলীগ বিগত দিনের মত অসহায় মানুষের সাথে ছিলো, আছে, থাকবে। একজন মুজিব আর্দশের ক্ষুদ্রকর্মী হিসেবে আমি তা বিশ্বাস করি।’