করোনা মহামারি মোকাবেলায় ‘টেলিমেডিসিন সেবা’ চালু করেছে ইউ.এস.টি.সি মেডিকেল কলেজ ছাত্রলীগ। করোনায় ঘরে বসেই ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা চালু করেছেন তারা।

ডা. মোস্তফা শাদমান সাকিবের সমন্বয়ে এবং ডা. মোস্তাফিজুর রহমান আশিকের সার্বিক তত্ত্বাবধানে ইউ.এস.টি.সি মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এ ‘টেলিমেডিসিন সেবা’ চালু করেন।

এ বিষয়ে তারা জানান, ‘চলমান করোনা মহামারিতে করোনা প্রতিরোধে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে, ঘরে অবস্থান করতে হবে। ঘরে বসেই সকলে যেন জরুরি স্বাস্থ্যসেবা নিতে পারে এজন্য ‘টেলিমেডিসিন সেবা’ চালু করা হয়েছে এবং একইসাথে সুবিধা বঞ্চিতদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।’