পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম ইউনিট ইউরোপীয়ান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পক্ষ থেকে ৭ দিন ব্যাপী ১০০ জনের করে ইফতার বিতরণ কার্যক্রমের প্রথম দিনে রাজধানীর গাবতলীতে ইফতার বিতরণ করা হয়।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের নির্দেশনায় ও অর্থায়নে এই ইফতার বিতরণ করে ইউরোপীয়ান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার।
ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম তরুর নেতৃত্বে অংশ নেয় জুবায়দুল ইসলাম সরকার, রুশা, আশিক, কাজী শুভ, আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।