চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অসহায়, দিনমজুর ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।
বুধবার (৫ মে) আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপের সরকারহাটে অসহায়, দিনমজুর ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করে উপজেলা ছাত্রলীগ।
তারা জানান, ‘পবিত্র রমজানে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভাইয়ের পক্ষ থেকে অসহায়, দিনমজুর ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় আনোয়ারা উপজেলা ছাত্রলীগের এস. এম নাছির উদ্দিন, ওয়াসিম, রাকিব, আলিম, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।