চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস কলেজ ছাত্রলীগ।
বুধবার (২১ এপ্রিল) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১০০ পরিবারের মাঝে নগদ প্রণোদনা হিসেবে এসব আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাহরিয়ার শাকিল।
মোঃ শাহরিয়ার শাকিল বলেন, ‘কঠোর লকডাউনের মধ্যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার প্রয়াসে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এভাবেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসাই আমাদের সকলের কাম্য। যার যার অবস্থান থেকে এবং সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার দায়িত্বটুকু হাতে নেই।’