করোনা রোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায় থেকে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের পর্যন্ত প্রতিটি নেতাকর্মী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আজ দলীয় কার্যালয়ের সামনে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে যশোর জেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, সহ সভাপতি আব্দুর রউফ পিন্টু,যুগ্ন সাধারণ সম্পাদক রিফাতুজ্জাম রিফাত, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ,সাংগঠনিক সম্পাদক এস এম তানভীর আহমেদ রিয়েল, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয় প্রমুখ।
ইফতার বিতরণ সম্পর্কে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস জানান, ‘সাম্প্রতিক সময়ে দ্বিতীয় ধাপে হটাৎ করোনা ভাইরাস বৃদ্ধি পেয়েছে। যে কারণে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনায় লকডাউনের ফলে খেটে খাওয়া দিন মজুর অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন ও খেটে খাওয়া মানুষের কিছুটা কষ্ট লাঘবে ‘ভালোবাসার আহার’ নিয়ে আমরা যশোর জেলা ছাত্রলীগ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচি আওতায় পবিত্র মাহে রমজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, যশোর জেলা শাখার মাসব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে। করোনায় যশোর জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়েছি। অতীতের ন্যায় দুর্যোগ দুর্বিপাকে যশোর জেলা ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে থাকবে।’