অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আশরাফ কামাল আরিফ, মাহবুবুর রহমান, মো. এবাদুর রহমান মঈনুল, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গতকাল (৩ মে) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রায় তিন শতাধিক অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে শাবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।