পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য ছড়িয়ে দিতে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগ।

বুধবার (৫ মে) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের নেতা নূর মোহাম্মদ নূরের উদ্যোগে গাজীপুর শহরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা (গাজীপুর চৌরাস্তা) এবং আশেপাশের এলাকায় পথে-প্রান্তরে ছড়িয়ে থাকা হতদরিদ্রদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে ভাওয়াল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।