প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
যশোরের শার্শা উপজেলায় জাহিদুল ইসলামের ১৮ কাঠা জমির ধান কেটে ঘরে তুলে দেন পবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী এর নেতৃত্বে ধান কাটা হয়।
শুভজ্যোতি চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং নির্দেশ দিয়েছে অসহায় কৃষকের ধান কাটতে। তারই ধারাবাহিকতায় অসহায় কৃষক জাহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
তিনি আরো বলেন, বাম্পার ফলন হলেও করোনা পরিস্থিতিতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় এই ধানকাটা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই ধান কাটা কার্যক্রম পবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে চলমান থাকবে।